২০১৯-২০ মূল্যায়ন বছরের আয়কর রিটার্ন জমা দেবার শেষ তারিখ ৩১শে আগস্ট২০১৯ পার হয়ে গেছে। আপনি আপনার রিটার্ন এর মধ্যে রিটার্ন  জমা দিতে পারেন নি। তাহলে আপনাকে কত টাকা লেট ফি দিয়ে রিটার্ন জমা দিতে হবে তা জেনে নিন।

২০১৯-২০ মূল্যায়ন বছরের আয়কর রিটার্ন জমা দেবার শেষ তারিখ ৩১শে আগস্ট২০১৯ পার হয়ে গেছে। আপনি আপনার রিটার্ন এর মধ্যে রিটার্ন  জমা দিতে পারেন নি। তাহলে আপনাকে কত টাকা লেট ফি দিয়ে রিটার্ন জমা দিতে হবে তা জেনে নিন।

১) আয়কর আইন অনুসারে যে সব ব্যক্তির আয় ২.৫০ লাখ টাকার বেশী তাদের রিটার্ন  জমা দেওয়া বাধ্যতামূলক।

২)৩১শে আগস্ট২০১৯ এর পর রিটার্ন জমা দিতে হলে ব্যক্তিকে ১ হাজার টাকা থেকে  ১০ হাজার টাকা লেট ফি দিতে হবে। যারা ৩১শে ডিসেম্বর ২০১৯ এর মধ্যে রিটার্ন  জমা দেবে তাদের লেট দিতে হবে ৫০০০ টাকা।আর যারা ১লা জানুয়ারি ২০২০ থকে ৩১শে মার্চ ২০২০ এর মধ্যে রিটার্ন  জমা দেবে তাদের ১০ হাজার টাকা লেট ফি দিতে হবে।

৩) তবে যে সব ব্যক্তির করযোগ্য আয় ৫ লাখের মধ্যে থাকবে তাদের রিটার্ন  জমা ৩১শে মার্চ ২০২০ তারিখের মধ্যে হলেও এই লেট ফি ১০০০ টাকা থাকবে।

৪) এখন আমরা আলোচনা করব কাদের ক্ষেত্রে এই লেট ফি কার্যকর হবে না। যে সব ব্যক্তির আয় আয়কর যোগ্য নয় মানে তাদের আয় ২.৫০ লাখ টাকার নিচে তারা যদি নিজে থেকে আয়কর রিটার্ন  জমা দেয় তাদের রিটার্ন  ৩১শে মার্চ ২০২০ এর মধ্যে জমা হলেও কোন লেট ফি লাগবে না।

৫) কোন ক্ষেত্রেই ২০১৯-২০ মূল্যায়ন বছরের আয়কর রিটার্ন ৩১শে মার্চ ২০২০ সালের পর জমা দেওয়া যাবে না।

প্রিয় পাঠক–পাঠিকা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। যে কোনো বিষয়ে জানা- অজানা তথ্য আমাদের সাথে আপনিও শেয়ার করতে পারেন।১০০০ শব্দের মধ্যে গুছিয়ে লিখে ছবি সহ মেল করুন  wonderlandcity.net@gmail.com ঠিকানায়। লেখা আপনার নামে প্রকাশ করা হবে।

Comments