১লা নভেম্বর ২০২০ থেকে এল পি জি গ্যাস সিলিন্ডার ডেলিভারির নিয়ম পরিবর্তন হচ্ছে। কি পরিবর্তন হচ্ছে জেনে নিন------

 ১লা নভেম্বর ২০২০ থেকে এল পি জি গ্যাস সিলিন্ডার ডেলিভারির নিয়ম পরিবর্তন হচ্ছে। কি পরিবর্তন হচ্ছে জেনে নিন------


কালোবাজারে গ্যাস বিক্রি  রুখতে এবং সঠিক  গ্রাহকের কাছে গ্যাস সিলিন্ডার  যাতে পৌঁছায় সে জন্য এই নিয়ম চালু করা হচ্ছে।

গ্রাহকরা গ্যাস বুক করার সাথে সাথে একটা ও টি পি পাবে। গ্যাস ডেলিভারি  বয় গ্রাহকের বাড়িতে গ্যাস ডেলিভারি করতে এলে সেই ও টি পি জানাতে হবে।

এই পরিবর্তন প্রথম পর্যায়ে ১লা নভেম্বর ২০২০ থেকে  ভারতের  ১০০টি স্মার্ট শহরে চালু করা হবে। পরে সারা ভারতে  চালু হবে। বর্তমানে জয়পুর ও কোয়াম্বাটোরে এই পাইলট  প্রোজেক্ট  চালু হয়েছে


Comments